প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার সাতৈর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজবাড়ী জেলার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Print Date & Time : 14 August 2025 Thursday 3:27 pm
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
সারা বাংলা ♦ প্রকাশ: