Print Date & Time : 2 September 2025 Tuesday 6:08 am

ফরিদপুরে ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের পাশে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশে।

মৃত ব্যক্তির নাম ফজর খান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায়। জানা গেছে, গত দুই দিন আগে ফজর খান তার বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বিষয়টি স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলে মৃতের আত্মীয়রা ঘটনাস্থলে এসে লাশ চিহ্নিত করে। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।