প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাসপোর্টের অবৈধ লেনদেনের ৫টি খাতা, পাসপোর্টে টাকা জমা দেওয়ার চালান, দুইটি মনিটর, নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, নাদিম হাসান, তারিকুর রহমান, রাব্বি মোল্লা, আল আমিন শেখ এবং মোজাম্মেল হোসেন শিমুল।
জামাল পাশা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে মানুষদের কাছ থেকে অবৈধ ভাবে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট অফিসের দালালি করতো। এমনকি কোন ব্যক্তি তাদের চাহিদা অনুযায়ী অর্থ না দিলে তাকে আটকে রেখে নির্যাতন করতো। এবিষয়ে নগরকান্দার থানার জুলহাস সিকদার আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি প্রাথমিক তদন্তে সত্যতা মিললে আমরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।