Print Date & Time : 12 September 2025 Friday 1:25 am

ফরিদপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

শেয়ার বিজ ডেস্ক: ফরিদপুরে ইসলামি বক্তা আবু ত্বহাকে মুহাম্মদ আদনানকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে না দেয়ায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। তিনি বলেন, গত ১২ ডিসেম্বর ভাটি কানাইপুর এলাকায় আমজাদ হোসেন এক ওয়াজ মাহফিলের আয়োজন করেন। ওই মাহফিলে বিতর্কিত ইসলামি বক্তা আবু ত্বহা বক্তব্য দেবেন বলে প্রচার করা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হলেও আয়োজকরা কৌশলে পুলিশের নিষেধাজ্ঞার কথা গোপন করে ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কোনো পরামর্শ না করে তাদের কর্মকাণ্ড চালিয়ে যান। পরে এ ঘটনা নিয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত বিক্ষুব্ধ জনতার একাংশ স্থানীয় করিমপুর পুলিশ ফাঁড়িতে হামলা করে।

এ ঘটনায় করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল আল মামুন শাহ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং হাইওয়ে পুলিশ ফাঁড়িটি যে বাড়িতে অবস্থিত সেই ভাড়া বাড়ির মালিক নান্নু শেখ বাদী হয়ে ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন।

ওই দুই মামলার এজাহারভুক্ত আসামি সজীব বেপারিসহ (২২) আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেনÑরফি মোল্লা (১৮), পারভেজ মোল্লা (২১), আকাশ শেখ (২২), সোহেল (১৮), রফিক মাতুব্বর (২০) ও  সাজ্জাদ (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সজীব বেপারি ঘটনাস্থল থেকে ফেসবুকের মাধ্যমে প্রচার করে এলাকাবাসীকে পুলিশের বিরুদ্ধে উসকে দেয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুল আলম জানান, শনিবার বিকালে গ্রেপ্তার সাতজনকে সাত দিনের রিমান্ড চেয়ে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।

গত ১২ ডিসেম্বর ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে নির্মাণাধীন আমজাদ সরদারের জুট মিল মাঠে মারকাযুত তাকওয়া ইসলামি মাদরাসা ও সরদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।