Print Date & Time : 20 August 2025 Wednesday 2:36 pm

ফরিদপুরে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি। গতকাল দুপুরে শহরের সোশ্যাল ক্রেডিট ইউনিয়নের মিলনায়তনে অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ নূরুল হুদা ও লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসিন শরীফ।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশল ডিসট্রিক্ট ৩১৫ এ ১ বাংলাদেশের অধিনস্ত লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির আয়োজনে অক্টোবর সেবা মাস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি লায়ন মো. মোস্তাফিজুর রহমান লাবলু, ক্লাবের উপদেষ্টা একেএম সামসুল আলম, লায়ন মশিউর রহমান, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন সুমন মিয়া, লায়ন ইলিয়াস হাওলাদার, লায়ন কাজী সাইফুর রহমানসহ ক্লাবের অন্যান্য লায়ন সদস্যরা।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি লবণ।