ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি, ফরিদপুর : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক অতুল সরকার র‌্যালির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন শাহ্ মো. বদরুদ্দোজা। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরপিটিআইএর প্রিন্সিপাল অফিসার ডা. হরিচাঁদ শীল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্যা, এফপিবির প্রধান মো. শাহজাহান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন ফরিদপুর পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক এসএম আল কামাল।

আলোচনা সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সানোয়ার হোসেন খান। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের সেরা কর্মী ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্তমানে ৮০০ কোটি জনসংখ্যার পৃথিবী। ১৯৮৭ সালে ছিল ৫০০ কোটি। তাই পরিবার পরিকল্পনা কর্মসূচির গুরুত্ব অনস্বীকার্য। তারা বলেন, আমাদের মাতৃমৃত্যুহার, জন্মহার কমিয়ে আনতে হবে। স্বাভাবিক প্রসবের হার বাড়াতে হবে। আমাদের কর্মক্ষম লোকসংখ্যা বেশি। তাদের প্রশিক্ষিত করে তুলতে পারলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব। তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছে বলেই আজ বাংলাদেশ দারিদ্র্যসীমার ঊর্ধ্বে অবস্থান করছে।

সভাশেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটেগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ১১ জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। তবে ঈদুল আজহার ছুটির কারণে এবার ২১ জুলাই দিবসটি পালিত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায়ও এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।