Print Date & Time : 27 August 2025 Wednesday 9:20 am

ফরিদপুরে ভিডিও এডিটিং কর্মশালা

 

প্রতিনিধি, ফরিদপুর : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফরিদপুরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে প্রেস রিলিজ বিষয়ক গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালায় পিবিআই ফরিদপুরে কর্মরত পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক এবং সহকারী উপ-পরিদর্শক পর্যায়ের ২০ কর্মকর্তা অংশ নেন।

পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পিএসসি’র সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটু।