শেয়ার বিজ ডেস্ক : ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে ৫ জন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছেন এবং আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে, কারণ উদ্ধার কাজ এখনও চলমান। স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। প্রশাসন এবং পুলিশ আরও তদন্ত শুরু করেছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে।