Print Date & Time : 10 September 2025 Wednesday 11:56 am

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধি, ফরিদপুর: পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আককাছ আলী সেখ।

এ সময় উপস্থিত ছিলেন এসএম ইসহাক, মো. শাহ্ সেকেন্দা, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, মো. আনোয়ার হোসেন প্রমুখ। গতকাল সকাল সাড়ে ৮টায় ইনস্টিটিউটের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে স্বপ্নের পদ্মা সেতু, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি-সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড শোভা পায়। ইনস্টিটিউট থেকে বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।