Print Date & Time : 9 September 2025 Tuesday 11:35 am

ফরিদপুরে শুরু হচ্ছে আইজিপি কাপ কাবাডি লীগ

প্রতিনিধি, ফরিদপুর: আগামী ১৮ নভেম্বর থেকে ফরিদপুরে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর)সকালে শেখ জামাল স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ ও করিম গ্রুপের সার্বিক সহযোগিতায় এই কাবাডি লীগ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। তারপর থেকেই বাংলাদেশ কাবাডি ফেডারেশন গ্রামগঞ্জে কবাডি খেলাকে জনপ্রিয় করতে কাজ করতে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব ১৯ (বালক ও বালিকা) শুরু করতে যাচ্ছে।

ফরিদপুর অনুষ্ঠিত এই লীগে জেলার টি উপজেলা দল অংশগ্রহণ করবে। আগামী ১৮ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগীতা ২১ নভেম্বর শেষ হবে। প্রতিযোগিতায় ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল ১০,০০০ টাকা ও রানার আপ দল ৬,০০০ টাকা প্রাইজমানি পাবে।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।