ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও সাড়ে তিন মাসের মতো বাকি। কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল ব্রাজিল ফুটবল দলের বিশ্বকাপের নতুন জার্সি। ১৪ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বরাবরের মতো এবারও এ টুর্নামেন্টে ফেবারিট ব্রাজিল। ষষ্ঠবারের মতো বিশ্ব আসরের এ ট্রফিটা ছুঁয়ে দেখতে মুখিয়ে নেইমাররা। তার আগে তাদের পোশাক ভাগ্যটা কেমন হয় তা-ই দেখার বিষয় ছিল। ঐতিহ্যগতভাবে হলুদ জার্সি পরেই মাঠে নামেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এবারও তার ব্যত্যয় ঘটছে না। তবে ফাঁস হওয়া জার্সিতে রঙে কিছুটা পরিবর্তন এসেছে। হালকার পরিবর্তে নেইমার-কৌতিনহোদের জার্সিটি হচ্ছে গাঢ় হলুদ। রয়েছে হালকা দাগটানা, তবে নেই কলার। ফুটি হেডলাইনস ডটকমের বরাত দিয়ে দ্য সান ও মিরর অনলাইন জানাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, পেরু ও ইংল্যান্ডের জার্সির আদলে তৈরি করা হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি। এতে রয়েছে সবুজের ছায়া। আছে সেই বিখ্যাত পাঁচটি তারকার নিচে ব্রাজিলের ব্যাজ। এটি জনসমক্ষে আসবে মার্চে।
ব্রাজিলের এবারের জার্সির নাম দেওয়া হয়েছে ‘মিডওয়েস্ট গোল্ড’। ১৯৮০ সালে প্রায় এ রকমই জার্সি পরে ওই আসরে মাঠ মাতিয়েছিলেন কিংবদন্তি সক্রেটিস।