ক্রীড়া ডেস্ক: ইতালিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপোলিকে হারিয়ে ফাইনালের পথে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে গত পরশু জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকদের জয় ৩-১ গোলে। দলটির জয়ে দুটি করে গোল করেন পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েন।
যদিও ম্যাচের প্রথমার্ধ হোসে কায়েহনের গোলে এগিয়েছি নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরে আসে জুভেন্টাস। দলটির হয়ে এ সময় পেনালটি থেকে গোল করেন আর্জেন্টিনা তারকা দিবালা।
এরপর সিরি’আ চ্যাম্পিয়নদের এগিয়ে দিতে অবদান রাখেন সেই দিবালায়। এবার তারই জাতীয় দল সতীর্থ হিগুয়েনকে দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়াতে অবদান রাখেন তিনি। এরপর স্পট কিক থেকে দিবালার আরও একটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাসিসমিলিয়ানো আল্লেগ্রির দল।
এদিকে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী মঙ্গলবার নেপলসে নাপোলির মাঠে নামবে জুভেন্টাস।
সেমিফাইনালের ফিরতি লেগ হবে আগামী মঙ্গলবার, নেপলসে। প্রতিপক্ষের মাঠে মূল্যবান গোল পাওয়ায় ফাইনালে ওঠার সম্ভাবনা থাকছে নাপোলিরও।