Print Date & Time : 24 July 2025 Thursday 7:43 am

ফাইনালে আমিরকে চান সরফরাজ

 

 

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানকে কেউ হয়তো গোনায় ধরেনি। সেই দলটিই গত পরশু ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। যদিও ওই ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়া মোহাম্মদ আমিরকে ছাড়াই খেলতে হয়েছিল পাকিস্তানকে। কিন্তু বৈশ্বিক এ টুর্নামেন্টের ফাইনালে বাঁহাতি এ পেসারকে একাদশে চান দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ।

বুধবার কার্ডিফে টস জেতা থেকে শুরু করে সবক্ষেত্রে দুর্দান্ত ছিল পাকিস্তান। ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ২১১ রানেই গুটিয়ে দেয় সরফরাজ আহমেদের দল। জবাবে ৭৭ বল আর ৮ উইকেট হাতে রেখে সহজেই ম্যাচ জেতে পাকিস্তান।

সেমিফাইনালের মতো ম্যাচে পাকিস্তানি বোলাররা একবারও বুঝতে দেয়নি আমিমের অভাব। তারপর দলটির অধিনায়ক ফাইনালে এ বাঁহাতি পেসারকে একাদশে চান। এ নিয়ে পরশু সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ও আমাদের স্ট্রাইক বোলার। আশা করি দ্রুত ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠবে সে। দলের সেরা পেসারকে অবশ্যই ফাইনালে একাদশে চাইবো।’

এখন পর্যন্ত তিন ম্যাচে ২টি উইকেট নিয়েছেন আমির। ফাইনালে এ পেসারের কাছ থেকে সেরাটা চান সরফরাজ। আগামী ১৮ জুন শিরোপা নির্ধারণী ম্যাচে ওভালে নামবে পাকিস্তান।