নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ও এজিএমের তারিখ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৫ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ছিল ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।
সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির ১১ হাজার ৫২০টি শেয়ার মোট ৪৬ বার হাতবদল হয়, যার বাজারদর আট লাখ ৪১ হাজার টাকা। শেয়ারদর দশমিক ৮২ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৭৪ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৭৩ টাকা ১০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৭২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৭৪ টাকায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৫৮ টাকা ৫০ পয়সা থেকে ৮৩ টাকা ১০ পয়সায় ওঠানামা করে।
১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬২ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। মোট ছয় কোটি ২২ লাখ ৮৫ হাজার ৬২৬টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে ৩৬ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৩৭ দশমিক ৯৬ শতাংশ, বিদেশি দুই দশমিক ২৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৩ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।