বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেড পরিচালনা পর্ষদ গত জুনে পুনর্গঠিত হয়। তখন থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক এবং তিনজন স্পন্সর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় গত রোববার কোম্পানির বোর্ড সভায় কোম্পানিকে নতুন আঙ্গিকে পরিচালনার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি সুযোগ-সুবিধা সংবলিত ট্রেডিং কার্যক্রম পরিচালনা, কোম্পানির সহযোগী আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, বিনিয়োগকারীদের সর্বাধিক প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 3 August 2025 Sunday 7:08 am
ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডসের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
করপোরেট কর্নার ♦ প্রকাশ: