মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে

শেয়ার বিজ ডেস্ক : ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রাজশাহী কলেজ মিলনায়তনে ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগদানের আগে গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘মওলানা ভাসানী ৯০ বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছেন, আমরা সেটা আদায় করব। সেটার জন্য ভারতের সঙ্গে চুক্তি আবার করছি। দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব।’

ফরিদা আখতার বলেন, ‘জীবনজীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। সরাসরি ছয় কোটি মানুষ এটার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে এদেশে কারবালা তৈরি হয়েছে। এটার ন্যায্যবিচার চাই আমরা। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা ভারতের ওপর এটির জন্য চাপ সৃষ্টি করব।’

এর আগে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গবাদি পশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসাসেবা থাকা দরকার। গরু-ছাগলের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত মানুষরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা নেয়া হচ্ছে।

সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশের গরু প্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোরবানি ঈদের ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বাইরের পণ্য ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে, তা বন্ধ করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌপুলিশকে এ বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাণিজ্যিক বিদ্যুৎ বিল নির্ধারণকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, কৃষিতে যে হারে বিদ্যুৎ বিল নেয়া হয়; একই হারে মৎস্য ও প্রাণিসম্পদে নেয়া হয় না। এতে ছোট খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিরসনে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেয়া হয়েছে।

ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।