রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্্ উদ্দীন আহমেদ। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, ব্যাংকের ডিএমডি পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শামসুল হক এবং স্থানীয় ব্যবসায়ী ও ভবন মালিক মো. হারুনুর রশীদ। এছাড়া ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমান, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি এসএম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 29 August 2025 Friday 2:00 pm
ফার্মগেটের ইন্দিরা রোডে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: