নিজস্ব প্রতিবেদক: জরিমানা পরিশোধ ও গ্রাহকের পাওনা নিষ্পত্তি না করায় ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিধি মোতাবেক গৃহীত পরবর্তী পদক্ষেপ আগামী ১৫ দিনের মধ্যে অবহিত করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির গতকালের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে সিএসই বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ কমিশনকে অবহিত করবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফার্স্টলিড সিকিউরিটিজের স্টক ব্রোকার ও স্টক ডিলার হিসেবে নিবন্ধন সনদের কার্যকারিতা স্থগিত থাকবে।
এছাড়া গতকালের সভায় ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের গ্রাহক তারিকুল হাকিম খানের ৩ লাখ ২০ হাজার টাকা পাওনা-সংক্রান্ত অভিযোগ ডিএসইকে আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করে কমিশনকে অবহিত করতে বলেছে।