ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ  (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রভিশন ঘাটতি থাকা সত্ত্বেও পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় দুর্নীতির অভিযোগে আনোয়ারুল ইসলাম নামের এক বিনিয়োগকারী আদালতে রিট আবেদন করেন (রিট পিটিশন নং. ৮৯১১/১৭)। ওই রিট আবেদনের শুনানি শেষে গত বুধবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের যৌথ বেঞ্চ এজিএম অনুষ্ঠান স্থগিত করে দেন। এজিএম স্থগিতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে বিষয়টি তদন্ত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল  রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানিটির এজিএম হওয়ার কথা ছিল।

কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৫০ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে আট পয়সা ও ১৩ টাকা সাত পয়সা।

গতকাল শেয়ারদর ৯ দশমিক ৩২ শতাংশ বা এক টাকা  ১০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে চার লাখ ৭৬ হাজার ৫৭১টি শেয়ার মোট ২৭৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৫১ লাখ ২০ হাজার টাকা। শেয়ারদর সর্বনি¤œ ১০ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়।