ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ কোম্পানির একজন শেয়ারহোল্ডারের রিট করার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন এজিএমের ওপর দুই মাসের স্থগিতাদেশ জারি করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বুধবার কোম্পানিটির এজিএম অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ওই দিন অনুষ্ঠিত হয়নি। এজিএম-সংক্রান্ত পরবর্তী তারিখ কোম্পানির পক্ষ থেকে পরে জানানো হবে।

গতকাল শেয়ারদর ছয় দশমিক ৫২ শতাংশ বা ৯০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১২ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে পাঁচ লাখ এক হাজার ৫৫১টি শেয়ার মোট ২৩৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৬৪ লাখ ২৫ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়।

কোম্পানির ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার ২৫৮টি শেয়ার রয়েছে।  মোট শেয়ারের মধ্যে ৪২ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ৫১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক শূন্য আট শতাংশ শেয়ার রয়েছে।