নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে কোম্পানির বিদ্যমান চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) এ স্বতন্ত্র পরিচালকদের ৪৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, সার্বিক বিষয় বিবেচনাপূর্বক ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া কার্যপত্রের সঙ্গে সংযুক্ত প্রজ্ঞাপনটি কিছু সংশোধন সাপেক্ষে অনুমোদন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে এসআরআইসি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২ মে থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ‘জেড’ ক্যাটেগরিতে লেনদেনের জন্য পাঠানো হয়। নিয়ম অনুসারে, ‘জেড’ ক্যাটেগরিতে লেনদেন শুরুর পরবর্তী ৪৫ কার্যদিবসের মধ্যে
কোম্পানিটিকে পর্ষদ পুনর্গঠনের শর্ত দেয়া হয়েছিল। কিন্তু কোম্পানিটি এক্ষেত্রে এ-সংক্রান্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এছাড়া তাদের বেশকিছু অনিয়ম ও আইন লঙ্ঘন বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটিতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের গত ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই ২০২২-সেপ্টেম্বর ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৬ টাকা ৩৪ পয়সা।
হিসাববছরের তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি ২০২২-সেপ্টেম্বর ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৪১ পয়সা। গত ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট লোকসান ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।