ফার্স্ট রিপাবলিকের নিয়ন্ত্রণ নিচ্ছে এফডিআইসি

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) নিয়ন্ত্রণে যাচ্ছে দেশটির ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি জানান, চলতি সপ্তাহে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে পারে এফআইডিআইসি। খবর: রয়টার্স।

এ খবরে ব্যাংকটির শেয়ারদর কমেছে ৫০ শতাংশ। গত মাসে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংক। তখন থেকে নজরে রয়েছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো মনে করছে, বিপাকে পড়া ফার্স্ট রিপাবলিকের অবস্থানের আরও অবনতি হয়েছে। ফলে বেসরকারি খাতের মাধ্যমে এ ব্যাংকটি আর পুনরুদ্ধার করা যাবে না। সেজন্য আবার এক সপ্তাহান্তে সক্রিয় হয়ে উঠেছে এফডিআইসি। তারা সাধারণত সপ্তাহান্তেই এ ধরনের সিদ্ধান্ত নেয়, যাতে বাজারের ওপর তেমন একটা প্রভাব না পড়ে।

এফডিআইসির হাতে ফার্স্ট রিপাবলিকের নিয়ন্ত্রণ হাতে আসার পর জেপি মরগ্যান অ্যান্ড চেজ ও পিএনসি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপের মতো প্রতিষ্ঠান এ ব্যাংকটি কিনতে পারে। এ বিষয়ে পিএনসি, জেপি মরগ্যান ও ফার্স্ট রিপাবলিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য এফডিআইসির সঙ্গে যোগাযোগ করা হলে তারাও অনুরোধের প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের আমানত ১০ হাজার কোটি ডলারের বেশি কমেছে। তখন থেকেই কার্যত বিষয়টি ছিল সময়ের অপেক্ষা, এফডিআইসি কবে এ ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে। সপ্তাহের শেষ দিন গত শুক্রবার লেনদেনের বর্ধিত সময়ে ফার্স্ট রিপাবলিকের শেয়ারদর ৪৩ শতাংশ কমেছে।

তাতে গত এক সপ্তাহে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর কমেছে ৭৫ শতাংশ, যার অর্ধেকের বেশি কমেছে শুক্রবার। ফলে ফার্স্ট রিপাবলিকের শেয়ারদর রেকর্ড পরিমাণে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৯ ডলারে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যাংকটি কারও অধীনে না গেলে মার্চের পর তৃতীয় ব্যাংক হিসেবে বন্ধ হয়ে যাবে ফার্স্ট রিপাবলিক।