Print Date & Time : 27 July 2025 Sunday 3:48 pm

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণমান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটেগরির প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংক খাতের এ প্রতিষ্ঠানটি তার ঋণমান (ক্রেডিট রেটিং) ফলাফল হাতে পেয়েছে, যা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের জন্য তা প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ প্লাস’ আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। আর এ ঋণমান নির্ণয় বা ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং কোম্পানি ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।