Print Date & Time : 29 August 2025 Friday 12:07 pm

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। অন্যদের মধ্যে শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানী সচিব অলি কামাল এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। সাধারণ সভায় ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি