ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বিভিন্ন কর্মকর্তাদের অংশগ্রহণে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি ও শরিয়াহ পরিপালনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী কর্মশালা উদ্বোধন করেন এবং ইসলামী ব্যাংকিং পদ্ধতি বিষয়ে আলোচনা এবং ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। এছাড়া ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্যরা শিরোনামোক্ত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি