Print Date & Time : 7 September 2025 Sunday 5:45 am

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসারদের প্রশিক্ষণ

দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তাদের অংশগ্রহণে ‘রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স’ সম্প্রতি উদ্বোধন করা হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যতœবান হওয়ার পরামর্শ দেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৩০ জন কর্মকর্তা নিচ্ছেন। বিজ্ঞপ্তি