Print Date & Time : 5 August 2025 Tuesday 1:28 pm

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বিমা দাবি প্রদান করল পদ্মা ইসলামী লাইফ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তার অকাল প্রয়াণে ব্যাংকের পক্ষ থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে করা গ্রুপ ইন্স্যুরেন্স কাভারেজ চুক্তির আওতায় তাদের পরিবারকে বিমা দাবি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও পদ্মা ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোরশেদ আলম সিদ্দিকী দুই পরিবারের কাছে বিমা দাবির চেক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি