Print Date & Time : 15 September 2025 Monday 5:26 am

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

 

 

সম্প্রতি ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মেদ শোয়েব অনুষ্ঠান উদ্বোধন করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জামিরুল ইসলাম তার বক্তব্যে কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মানজুরুল হক, স্বতন্ত্র পরিচালক জাবেদ হোসেন ও ইফতেখারুল ইসলাম, উপদেষ্টা সাজ্জাদুল হক, পরামর্শক এএফকিউএম সিরাজুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. রফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি