নিজস্ব প্রতিবেদক: ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসজনিত রোগ (কভিড-১৯) পরবর্তী জটিলতায় মারা গেছেন তিনি।
রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন শহিদুজ্জামানকে গতকাল রোববার (৩০ মে) সন্ধ্যা ৭টার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদক এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদুজ্জামান খান কভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসার পর তার কভিড রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ডায়াবেটিস ও কিডনির সমস্যার কারণে নানা জটিলতা দেখা দেয়। জাহাঙ্গীর আলম আরও জানান, শহিদুজ্জামান খানের কিডনির ডায়ালাইসিস চলছিল। তিনি গত ৭ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।