Print Date & Time : 7 July 2025 Monday 6:07 pm

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে এক লড়াকু বাংলাদেশকে দেখেছে ফুটবল বিশ্ব। নিজেদের থেকে ফিফার র?্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাঠেই প্রায় হারিয়ে দিয়েছিল জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র নিয়ে ফেরে লাল-সবুজ প্রতিনিধিরা। এরপর থেকেই এদেশের ফুটবল একটু হলেও বদলে গিয়েছে। ঠিক সে সময় জেমি ডের শিষ্যদের ফিফা দিল সুসংবাদ। র‌্যাংকিংয়ে ৩ ধাপ উন্নতি হয়েছে জামাল ভূঁইয়ার দল। ১৮৭ নম্বর থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে।

বাংলাদেশ এগোলেও ফিফা র‌্যাংকিংয়ে ভারত পিছিয়েছে দুই ধাপ। দেশটির অবস্থান এখন ১০৬ নম্বরে। মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫৪ নম্বরে অবস্থান করছে। এদিকে নেপাল ৬ ধাপ পিছিয়ে ১৬৭ নম্বরে, ভুটান চার ধাপ পিছিয়ে ১৮৯ নম্বরে, পাকিস্তান দুই ধাপ এগিয়ে ২০২ নম্বরে এবং শ্রীলঙ্কা এক ধাপ নেমে ২০৩ নম্বরে অবস্থান করছে।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চারটিতে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। তাই আগের মতোই এক নম্বরে বেলজিয়াম রয়েছে। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল এবং চারে ইংল্যান্ড। আর্জেন্টিনা এক ধাপ এগিয়েছে ৯ নম্বরে এসেছে।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ওমানের বিপক্ষে আগামী ১৪ নভেম্বর। এখন পর্যন্ত এ টুর্নামেন্টে তিন ম্যাচে দুই হার আর এক ড্র’তে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে লাল-সবুজ প্রতিনিধিরা।