Print Date & Time : 8 July 2025 Tuesday 8:43 am

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

শেয়ার বিজ ডেস্ক: ফিলিপাইনের পুলিশ দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ পদক্ষেপ নেয়া হয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তাকে ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। খবর: বিবিসি।

হংকং থেকে ফিলিপাইনে ফেরার পর ম্যানিলা বন্দরে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আইসিসি দুতার্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকাকালীন মাদকবিরোধী অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে। তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালে তার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে এর আগে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, তিনি কারাগারে যেতে প্রস্তুত।

দুতার্তের সাবেক মুখপাত্র সালভাদর প্যানেলো এ গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ফিলিপাইন এরই মধ্যে নিজেদের আইসিসি থেকে প্রত্যাহার করেছে নিয়েছে। তাই এ গ্রেপ্তার বৈধ নয়। তবে আইসিসি জানিয়েছে, দেশটি সদস্যপদ বাতিলের আগে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আদালতের এখতিয়ার বহাল রয়েছে। দুতার্তে হংকংয়ে গিয়েছিলেন আসন্ন ১২ মে মধ্যবর্তী নির্বাচনের জন্য তার পক্ষের সিনেট সদস্য প্রার্থীদের প্রচারণার উদ্দেশ্যে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এবং হাঁটার জন্য একটি লাঠির সাহায্য নিচ্ছেন। ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পেয়েছে। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

ফিলিপাইনের অন্যতম বৃহৎ শহরের সাবেক এ মেয়র অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তবে সমালোচকদের অভিযোগ, তার মাদকবিরোধী অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করেছে এবং অনেক মাদক সন্দেহভাজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। দুতার্তে এ অভিযোগ অস্বীকার করেছেন।

দুতার্তে নিজেকে সাধারণ মানুষের পক্ষে শক্তিশালী ও বিদ্রোহী মনোভাবাপন্ন নেতা হিসেবে উপস্থাপন করেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং মিন্দানাও দ্বীপ থেকে নির্বাচিত ফিলিপাইনের প্রথম প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম করে। তার কন্যা সারা দুতার্তে বর্তমানে ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে পালন করছেন।