Print Date & Time : 8 July 2025 Tuesday 12:35 am

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ২০ তীর্থযাত্রী নিহত

শেয়ার বিজ ডেস্ক: ফিলিপাইনের উত্তরাঞ্চলে ক্রিসমাস ডে’র অনুষ্ঠানে যাওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ তীর্থযাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ম্যানিলার প্রায় ২শ’ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সাথে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছোট বাসের অপর নয় যাত্রী আহত হয়েছে। বড় বাসটিতে ১৫ জন যাত্রী ছিলো।

শহরের কাছের একটি বিখ্যাত ক্যাথলিক চার্চের কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো জানান, তারা মানাওয়াগে পান উৎসবে যোগ দেওয়ার চেষ্টা করছিল।

উল্লেখ্য, শত শত বছরের পুরনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।