ফিলিপাইনে রাইয়ে মৃত্যু বেড়ে ৩৭৫

শেয়ার বিজ ডেস্ক: গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। শুরুর দিকে মৃত মানুষের সংখ্যা কম থাকলেও তা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ হয়েছে। দেশটির শুধু বোহোল প্রদেশে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। খবর: বিবিসি।

গতকাল ফিলিপাইনের জাতীয় পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়ে অন্তত ৫০০ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত ৫৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজের সংখ্যাও বাড়তে পারে।

সংস্থাটির চেয়ারম্যান রিচার্ড গর্ডন বলেন, বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি বাড়িগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, যোগাযোগের ব্যবস্থা নেই, পর্যাপ্ত সুপেয় পানিও নেই।

রাইয়ের কারণে অসংখ্য বাড়ির চালা উড়ে গেছে। কাঠের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। গাছ উপড়ে পড়েছে। কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অনেক শহরের রাস্তা। তাই অনেক এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিপর্যস্ত এলাকায় খাদ্য, পানি ও চিকিৎসাসামগ্রীসহ কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ পাঠানো হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের হাজারো কর্মী মোতায়েন করা হয়েছে। ফিলিপাইন রেডক্রস বলেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় এলাকা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে।

রাইয়ের আঘাতে তিন লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। তবে গতকাল পর্যন্ত চার লাখ মানুষ অস্থায়ী ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোয় ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রাইকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করেছেন দেশটির পরিবেশবিদরা।

বর্তমানে ঘূর্ণিঝড় রাই ফিলিপাইনের সীমান্ত দক্ষিণ চীন সাগরের ওপর নি¤œচাপ হয়ে অবস্থান করছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন। দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। সাম্প্রতিককালের মধ্যে ২০১৩ সালে দেশটিতে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান। সে সময় সাত হাজার ৩০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। হাইয়ানকে ফিলিপাইনে এযাবৎকালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় বলা হয়।