Print Date & Time : 27 August 2025 Wednesday 6:33 pm

ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, জবি: ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯শে মার্চ) ইফতারের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভাস্কর্য চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা, ফ্রী ফ্রী ফিলিস্তিন, দুনিয়ার মজলুম এক হও লড়াই কর, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর সহ ইসরাইলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং এসময় তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আউড়ান। অথচ ফিলিস্তিনের বেলায়, তাদের মানবতা কাজ করেনা। তারা সন্ত্রাসী ইসরাইলিকে সর্ব প্রকার সহযোগীতা করে, তাদের এই দ্বিচারিতা বন্ধ করতে হবে।

আরেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বারংবার তারা আমাদের ভাইদের উপর কিছুদিন পর পর হামলা করে, ছোট্ট শিশুদের রক্ত ঝরায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সব মুসলমানদের একত্রিত হয়ে, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক সহ সকল দিক দিয়ে উন্নতি সাধন করে, সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে।