ফুটবলে আসছেন বোল্ট!

ক্রীড়া ডেস্ক: কয়েক মাস আগেই ট্র্যাককে জানিয়েছেন বিদায়। এবার নিজের দ্বিতীয় জীবন শুরুর ইচ্ছে জানিয়েছেন উসাইন বোল্ট। ২০১৮ সালেই নাকি ফুটবলে আসছেন তিনি। অবশ্য এর আগে থেকেই জ্যামাইকান সাবেক এ গতিদানবের ফুটবলের প্রতি ভালোবাসার কথা জানত সবাই।

ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসেন বোল্ট। ইংলিশ এ ক্লাবটির খেলা দারুণ উপভোগ করেন তিনি। পেশাদার ফুটবলে ওয়েন রুনির মতোই ভালো ফুটবল খেলবেন বলেও আশা করেন জ্যামাইকান এ গতিদানব।

ফিফাডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে যেয়ে অলিম্পিকে আটটি ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনাজয়ী বোল্ট বলেন, ‘হ্যাঁ, ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নেওয়ার পর এখন আমি ফুটবল খেলতে চাই। আগের সাক্ষাৎকারগুলোতে আমি এটা অনেকবার বলেছি, আর অনেক ক্লাব তাদের আগ্রহের কথাও জানিয়েছে।’

হ্যামস্ট্রিং চোটের কারণে এ মুহূর্তে অনুশীলন করতে পারছেন না বোল্ট। তাই তো নতুন ক্যারিয়ার শুরু করতে এ গতিদানব বেছে নিয়েছেন ২০১৮ সালকে, ‘দুর্ভাগ্যবশত, আগস্টে বাজেভাবে হ্যামস্ট্রিং চোটে পড়েছি। যে কারণে তখন থেকে কোনো অনুশীলন করতে পারিনি। আশা করছি ২০১৮ সালে খেলতে পারব।’

ইতোমধ্যে নাকি বেশ কয়েকটি ক্লাব বোল্টের প্রতি আগ্রহ দেখিয়েছে!