প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২টি সেতুর পাটাতন ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার কয়েক হাজার মানুষ। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার কয়েক হাজার মানুষ।
ফুলছড়ি উপজেলা সদর থেকে বোয়ালী হয়ে গাইবান্ধা সদর উপজেলা যাওয়ার পথে সীমান্ত মোড় নামক স্থানে বুড়াইল খালের ওপর সেতুর পাটাতন ভেঙে গেছে প্রায় দুই বছর হলো। এছাড়া উদাখালী ইউনিয়নের কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের ওপর সেতুর পাটাতন ভেঙে গেছে প্রায় ৪ বছর হলো। সেতুর পাটাতনের ভাঙা অংশে কাঠের টুকরো বসিয়ে কোনোভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটর সাইকেলসহ পথচারীরা। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পাটাতন ভাঙা থাকায় ভারী যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয় হাটবাজারে ব্যবসায়ীদের মালামাল পরিবহন করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রতিদিন এ সড়ক দুটি দিয়ে জনসাধারণ ছাড়াও শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
স্থানীয় এলাকাবাসী জানান, কর্তিকুড়া থেকে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের ওপর সেতুর পাটাতন ভেঙে গেছে প্রায় ৪ বছর হলো। স্থানীয়রা এক রাজনৈতিক নেতার সহযোগিতায় ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে সাময়িকভাবে হালকা যান চলাচলের উপযোগী করেছেন। এভাবে ৪ বছর অতিবাহিত হলেও সেতুটি পুনর্নির্মান করা হয়নি।
অপরদিকে বুড়াইল খালের ওপর সেতুর পাটাতন ভেঙে যাওয়ার ২ বছর পার হলেও সেতুটি পুনর্নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু বলেন, ভাঙা সেতু দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। যে কোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
ফুলছড়ি উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কর্তিকুড়া থেকে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের ওপর সেতুটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সীমান্ত মোড় নামক স্থানে বুড়াইল খালের ওপর সেতুটি ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুনর্নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত সেতু দুটি দেখেছি। জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আপাতত অস্থায়ী ভাবে মেরামতের ব্যবস্থা করা হবে। ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেতু দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করব।