ভোক্তা অধিকারের অভিযান

ফুলবাড়ীতে রেলের টিকিট কালোবাজারির দায়ে জরিমানা

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারে বিক্রি করার দায়ে এরশাদ স্টোর নামে একটি চা-স্টলকে ২০ হাজার টাকা জরিমানা এবং একটি পান দোকান সিল করে বন্ধ করেছেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিনি এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দিনাজপুর র‌্যাব-১৩-এর একটি অভিযানকারী দল নিরাপত্তা প্রদানসহ অভিযানে অংশগ্রহণ করে। এসময় দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব-১৩-এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, দীর্ঘদিন থেকে ফুলবাড়ী রেলস্টেশনে কতিপয় ব্যক্তি রেলের টিকিট কালোবাজারি করে আসছে। এতে সাধারণ যাত্রীরা প্রতারিত হচ্ছে। ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিনি এই অভিযান পরিচালনা করছেন।

তিনি বলেন, অভিযানকালে তিনি স্টেশনে এরশাদ স্টোর নামে একটি চা-স্টলে একাধিক রেলের টিকিট পেয়েছেন। এ কারণে টিকিটগুলো জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া মিলন পান স্টোরে অভিযান চালিয়ে একাধিক রেলের টিকিট পেয়েছেন, কিন্তু ওই পান দোকান্দারকে না পেয়ে রেলের টিকিটগুলো জব্দ করে দোকানটিকে বন্ধ করে সিল করে দেয়া হয়েছে বলে তিনি জানান।