প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে ও বেসরকারি সংস্থা বেসিকের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় উপজেলার বেতদিঘি ইউনিয়নের আদিবাসী এলাকা ফরিদাবাদ কাসাপুকুর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূর্ব-চকমথুরা সিধু-কানু স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সিধু-কানু স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সান্তাল বিদ্রোহ দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ফুলবাড়ী উপজেলা আদিবাসী যুব ফোরামের সভাপতি শ্রীমন সরেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশ সারি সারনা গাঁওতা’র আহ্বায়ক চুন্নু টুডু। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যামিনী কান্ত বর্মণ, উপজেলা আদিবাসী উন্নয়নের সাবেক সভাপতি রামাই সরেন, বেসরকারি সংস্থা বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল সরকার, ছাত্রনেতা লালমন টুডু, উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সানজু হাঁসদা প্রমুখ।
এছাড়া একই সময়ে বেসরকারি সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে কাজিহাল ইউপির কুদবীর মিশন স্কুলমাঠে আলোচনা সভা হয়।