ফুল চাষ বেড়েছে মেহেরপুরে

শেয়ার বিজ প্রতিনিধি, মেহেরপুর: সবজির জন্য খ্যাত মেহেরপুরে এখন বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। লাভ বেশি হওয়ায় মেহেরপুরের বেকার যুবকরা ফুল চাষে ঝুঁকছেন। বছর তিনেক আগেও এ জেলায় শুধু বসতবাড়ির আঙিনায় কিংবা টবে ফুলের গাছ লাগানো হতো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেই মেহেরপুরে এখন বাণিজ্যিক ভিত্তিতে গাঁদা ফুলের চাষ বাড়ছে।

ফুল চাষ বেড়ে যাওয়ায় একদিকে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কেউ কেউ আয়ের উৎস হিসেবেও দেখছেন। গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, গোলাপসহ বিভিন্ন ফুলের চাষ বাড়ছে। তবে গাঁদা ফুলের চাষ বেশি হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতিবছর সম্প্রসারিত হচ্ছে ফুল চাষ। সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে বেশি চাষ হচ্ছে এই ফুলের।

চাহিদা ও দাম বেশি থাকায় মেহেরপুরের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে গাঁদাফুল চাষ। পাঁচ বছর আগেও মেহেরপুরে ফুলচাষের কথা ভাবতে পারেননি কৃষক। জেলায় এখন ছয় হেক্টর জমিতে গাঁদাসহ বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। চাষিদের মতে, অন্যান্য ফসলের চেয়ে গাঁদাফুল চাষে লাভের পরিমাণ অনেক বেশি। তাই শুধু শীতকালেই নয়, বছরজুড়েই এই ফুলের চাষ করা হয়। এ ধারণা সামনে রেখেই অনেকে ফুলের চাষ করছেন।

সদর উপজেলার রুদ্রনগর গ্রামের গাঁদাফুল চাষি ফজলুল হক জানান, গত বছর এক বিঘা জমিতে চাষ করেছেন গাঁদাফুল। লাভজনক হওয়ায় এবার তিনি দুই বিঘা জমিতে চাষ করেছেন।

মেহেরপুর শহরের স্বর্ণালী গিফট কর্নার অ্যান্ড ফুলভাণ্ডারের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান বলেন, আগে যশোর থেকে ফুল কিনে বিক্রি করতাম। এতে পরিবহন খরচ এবং অনেক ফুল নষ্ট হয়ে যেতো। কিন্তু এবার মেহেরপুরে ফুল চাষ হওয়ায় পরিবহন খরচ কমেছে। সে সঙ্গে ফুল নষ্ট হয় কম। আগের বাজারদরের চেয়ে কম দামে ক্রেতাদের টাটকা ফুল দিতে পারছি।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে মেহেরপুর জেলায় ছয় হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। লাভজনক হওয়ারয় ফুল চাষ প্রতিবছরই সম্প্রসারিত হবে বলে আশা করছেন চাষিরা।