ফেনীতে ওয়ান ব্যাংকের মেজবান অনুষ্ঠিত

ওয়ান ব্যাংক লিমিটেড সম্প্রতি ফেনীতে এক মেজবানের আয়োজন করে। অনুষ্ঠানে নোয়াখালী ও কুমিল্লা জেলার ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও শিল্পপতি, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। শহরের আলো কনভেনশন সেন্টারে আয়োজিত মেজবান অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্ ও পরিচালনা পর্ষদের সদস্য শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।