ফেনীতে কভিড-আক্রান্ত কারাবন্দিদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার

প্রতিনিধি, ফেনী: ফেনীতে কভিড-১৯-আক্রান্ত কারাবন্দি ও কারাগারে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসায় জেলার পুরনো কারাগারে তৈরি করা হয়েছে ৪৫ বেডের আইসোলেশন ইউনিট।

ফেনী শহরে কলেজ রোডের পুরোনো কারাগারটিকে বেশ কয়েক দিন ধরে সাজিয়ে-গুছিয়ে বাসোপযোগী করে তোলা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সে ৪৫ বেডের এ বিশেষ আইসোলেশন ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কারা অধিদপ্তরের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, সিভিল সার্জন ডা. রফিকুস সালেহীন প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কভিডে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। দেশের কারাগারগুলোয় কারাবন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কারাগারে করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। কেউ করোনা-আক্রান্ত হলে বা কারও লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে কারাগারের মধ্যেই যাতে উন্নত চিকিৎসা দেয়া যায়, তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। এদিন ফেনীর পুরোনো কারাগার ছাড়াও একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কিশোরগঞ্জ জেলা কারাগার ২-এ করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারাগারের এ আইসোলেশন ইউনিটে রোগীদের চিকিৎসায় দুই চিকিৎসক ও দুই নার্স নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন কারাগার সুপার মো. আনোয়ার হোসেন। এর আগে গত বছরও করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কারাগারে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।