ফেনীতে চালের বাজার স্থিতিশীলে অভিযান

 

শেয়ার বিজ প্রতিনিধি, ফেনী: ফেনীতে অস্থিতিশীল চালের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে জেলার বৃহৎ চালের আড়ত শহরের তাকিয়া বাজার ও ইসলামপুর রোডে জেলা প্রশাসন দিনভর অভিযান চালিয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে শহরের তাকিয়া বাজার ইসলামপুর রোডের কমলা পট্টির মেসার্স হাজী মহিউদ্দিন চাল আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযান চালান। এ সময় আড়তের ক্রয় রশিদ পরীক্ষা করে দেখেন মিনিকেট, পারিজা, কাটারি সেদ্ধসহ বিভিন্ন ধরনের চালে ক্রয়মূল্যের চেয়ে প্রতি কেজিতে সাত-আট টাকা বেশি বিক্রি হচ্ছে। কম দামে কেনা পুরোনো চালও গুদামজাত করে কৃত্রিম উপায়ে বাড়ানো হচ্ছে দাম। এ সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে ক্রয়মূল্যের চেয়ে সমিতির নির্ধারিত মুনাফা সর্বোচ্চ দুই-তিন টাকা যোগ করে চাল বিক্রি করবেন এ শর্তে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়।

অপরদিকে একই সময় মেসার্স হাজী ছালেহ আহম্মেদ আড়তেও দেখা যায় একই চিত্র। মালিকের ক্রয় রশিদ পরীক্ষান্তে দেখা যায়, তিনি এসিআই স্ট্যান্ডার্ড চাল একই দামে ক্রয় করলেও এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় চার টাকা বেশি দামে চাল করছেন। এ প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে অনুরূপ শর্তে সেটি খুলে দেওয়া হয়। আরও অভিযান পরিচালিত হয় মেসার্স জালাল আহম্মেদের আড়তে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম বলেন, অসাধু ব্যবসায়ীদের একটি চক্র অযৌক্তিকভাবে চালের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীলের চেষ্টা করছে। সরকার এ ব্যাপারে কঠোর। জেলা প্রশাসন এ ধরনের ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও এএসপি হেডকোয়ার্টার খালেদ মাহমুদ।