Print Date & Time : 28 August 2025 Thursday 1:37 pm

ফেনীতে ডিজিটাল মেলা উদ্বোধন

 

শেয়ার বিজ ডেস্ক: ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে জেলা শহরের জেল রোডের পিটিআই মাঠে ফেনী জেলা শাসন আয়োজিত এ মেলা  উদ্বোধন করা হয়। রাইজিং বিডি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা  প্রশাসক আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর মেয়র হাজি আলাউদ্দিন।

মেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ডিজিটাল কনটেন্ট, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, কারিগরি শিক্ষা, স্বল্প ও বিনা মূল্যে শিক্ষা উপকরণ, ডিজিটাল সেন্টার (ইউনিয়ন), ই-কমার্স, সরকারি ই-কমার্স সেবা, ব্যাংক ও বিমাসহ  ই-সেবার ১০০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামীকাল পর্যন্ত।