Print Date & Time : 16 September 2025 Tuesday 1:02 am

ফেনীতে নারী উদ্যোক্তাদের অনলাইন ফেস্ট উদ্বোধন

প্রতিনিধি, ফেনী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘দ্য বিগ বাজার সুপারশপ প্রেজেন্টস অনলাইন ফেস্ট ২০১৯’-এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফেনীর মিজান রোডে ভাষাশহিদ সালাম কমিউনিটি সেন্টারে ফিতা কেটে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান ড. বেলাল আহমেদ।
ফেস্টের সমন্বয়ক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাসের সভাপতি আসাদুজ্জামান দারা, ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় টিভির ব্যুরো চিপ বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক চৌধুরী আহমেদ রিয়াজ, সোনালী জুয়েলার্সের স্বত্বাধিকারী ও ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিগ বাজার সুপার শপের মুখপাত্র সাইফুর রহমান ফাহাদ।
আয়োজকরা জানান, ফেনীতে যেসব নারী উদ্যোক্তা যারা অনলাইনের মাধ্যমে অথবা এর বাইরেও নিজস্ব উদ্যোগে বিভিন্ন ছোট-বড় ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের নিয়েই এ আয়োজন। মূলত নতুন ও সৃজনশীল উদ্যোক্তাদের উপস্থাপন করতেই এই অলাভজনক প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারও ২০টি স্টল রয়েছে।
তিন দিনব্যাপী এ মেলাটিতে আয়োজক হিসেবে রয়েছেন ‘দেখা হবে বিজয়ে’ নামে একটি সংগঠন ও ‘ফেনী অনলাইন ফিমেল এন্ট্রাপ্রেনিউর ফোরাম’। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টভিত্তিক প্রতিষ্ঠান ‘আপন ইভেন্টস’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাতীয় দৈনিক শেয়ার বিজ।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এ মেলাটি এ পর্যন্ত ফেনীতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে।