Print Date & Time : 27 August 2025 Wednesday 10:43 pm

ফেনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৪ জনকে পুশ ইন

শেয়ার বিজ ডেস্ক : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টার দিকে তাদের পুশ ইন করা হয়। পরে তাদেরকে আটক করে বিজিবি।

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন শিশু। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আজ ভোরে জসপুর ও খেজুরিয়া বিওপির ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। পরে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।