রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৮৭ শিশুসহ নিহত ৫৭৮

নিজস্ব প্রতিবেদক: রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুসারে, শুধু ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনাতেই ২২৭ জন নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে সারাদেশে মোট ৫৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৮ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। নিহতের মধ্যে ৭৩ জন নারী এবং শিশু ৮৭ জন। রোড সেফটি ফাউন্ডেশন এই প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনটি অনুসারে, শুধু ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনাতেই ২২৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। এ সকল দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ। এছাড়া প্রতিবেদনটিতে রেল দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। সংস্থাটি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে।