Print Date & Time : 10 July 2025 Thursday 9:08 pm

ফের পৃথিবীর কাছাকাছি বৃহস্পতি

শেয়ার বিজ ডেস্ক: পৃথিবীর কাছাকাছি আসছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আগামী ২৬ সেপ্টেম্বর সোমবার এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।

৭০ বছর পর সৌরজগতে ফের এই বিরল মহাজগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, গত ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল।

এদিন বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। ওই দিন সারা রাত আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। সূর্য ও বৃহস্পতি উভয়ে একই দিকে থাকবে, পৃথিবীর বিপরীতে। ফলে সূর্যের মতো বৃহস্পতি পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি বিবৃতিতে জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে সবচেয়ে স্পষ্ট ও উজ্জ্বল দেখাবে। এই ঘটনা যথেষ্ট বিরল। নাসা সূত্রে আরও বলা হয়েছে, ওই দিন চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকে সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে। তবে পৃথিবী থেকে খালি চোখে বৃহস্পতিকে দেখা যাবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটিকে দেখতে চাইলে টেলিস্কোপের সাহায্য নিতে হবে। ভালো দূরবিনের মাধ্যমে মূল গ্রহ ছাড়াও বৃহস্পতির তিন-চারটি উপগ্রহও এই সময় দেখা যেতে পারে।

এদিন পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে দাঁড়াবে ৫৮ কোটি কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় এই দূরত্ব থাকে ৯৬ কোটি কিলোমিটার। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২ দশমিক ৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে সবচেয়ে মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার। নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি জানিয়েছেন, অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই সেদিন দেখতে পাওয়া যাবে গালিলিয়ান ৩ থেকে ৪টি উপগ্রহ। এছাড়া ৪ ইঞ্চি বড় ও সবুজ নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতির গ্রেট রেড স্পট ও ব্যান্ডগুলোকে আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা যাবে।