Print Date & Time : 31 August 2025 Sunday 12:36 am

ফের পেছালো খালেদা জিয়ার নাইকো মামলার চার্জ শুনানি

নিজস্ব প্রতিবেদক : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানি জন্য ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে মামলার কিছু ডকুমেন্ট চেয়ে আবেদন করেন আইনজীবীরা। অন্যান্য আসামিদের পক্ষেও সময় আবেদন করা হয়।

আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে হাজিরা দেন।

খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।