শেয়ার বিজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে আঘাত হেনেছে একটি ভূমিকম্প। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের প্রভাবে তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস।
গতকাল রোববার বিকাল ৪টা ৮ মিনিটে দিল্লিতে ভূমিকম্পটি আঘাত হানে। এটি কতটা শক্তিশালী ছিল এবং এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটি নিরূপণ করা হচ্ছে। পরবর্তী সময়ে দেশটির জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানায়, ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তি ছিল হরিয়ানার ফরিদাবাদে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবার সেখানে ভূমিকম্প হলো।
গত শনিবার ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে, যা গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় বড় কোনো ভূমিকম্পের আঘাত ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হেরাত শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬ দশমিক ৩ কিলোমিটার (চার মাইল)। এখন পর্যন্ত এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ইরান সীমান্তের কাছে অবস্থিত হেরাত আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর।
গত সপ্তাহে আফগানিস্তানের হেরাত শহরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৯০ শতাংশই ছিল নারী ও শিশু। জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য নিশ্চিত করেছে। ওই ভূমিকম্পের ভয়াবহতার রেশ কাটতে না কাটতে আরও দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এছাড়া গত বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলেও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সেস (জিএফজেড) জানায়, আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল)।