শোবিজ ডেস্ক: পদাতিক নাট্য সংসদের প্রযোজনার নাটক ‘গহনযাত্রা’। আবার ছয় মাস পর মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি। আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এটি। রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী এবং সহযোগী হিসেবে রয়েছেন সঞ্জীব কুমার দে। এতে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা। সংগীত পরিকল্পনায় সাইম রানা, সংগীত সঞ্চালনায় মেহেদী হাসান মেধা, মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, দ্রব্য ও মুখোশ পরিকল্পনায় সঞ্জীব কুমার দে, মঞ্চ ও মুখোশ নির্মাণ তৈমুর হান্নান, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শামছি আরা সায়েকাসহ অনেকে। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক সুদীপ চক্রবর্তী জানান, এ ভূখণ্ডের কোনো এক স্থানে জš§ হয় উগ্রপন্থার। সে উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। তার নাম সালমা। সেখানে খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করার উদ্যোগ নেন তিনি। এ সময় সে নিজের অভ্যন্তরে টের পায় অপর কারও অস্তিত্ব। সেই অস্তিত্ব হয়তো তারই বর্ধিত কোনো রূপ কিংবা অপররূপে সে নিজেই অথবা অন্যকিছু। সেই অস্তিত্ব তার সঙ্গী হয়। মৃতদের কবর দেওয়ার পর সালমা খোঁজ করে তার প্রার্থিত পুরুষের। খুঁজে পায় ল্যাম্পপোস্টে ছিন্নমস্তক ঝুলে আছে সে পুরুষের। সালমা উগ্রপন্থিদের হাতে ধরা পড়ে। এরপর গল্প নতুন দিকে প্রবাহিত হয়। উল্লেখ্য, পদাতিক নাট্য সংসদের এটি ৩৯তম প্রযোজনা। ২০১৬ সালের ১১ জুলাই শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটি প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

Print Date & Time : 4 August 2025 Monday 5:53 am
ফের মঞ্চস্থ হবে গহনযাত্রা
বিনোদন ♦ প্রকাশ: